অবশেষে সকলেই চিনে ফেলে আপোষের পথ
চিনতে পারেনা শুধু কতিপয় গাড়ল বিশেষ,
এইসব গাড়লেরা জীবনের মূল্য বোঝেনা
শুধু বোঝে- দুর্বল নুয়ে পড়া মনোভাব নিয়ে
বাঁচার চাইতে ভালো শহীদী সোপান!!
ক্ষমতার মসনদে বসতে চাওনি তুমি
অথচ চেয়েছো যেনো সব হয় তোমার কথায়!
ময়লা থালায় বেড়ে ভাত খাওয়া বেয়াকুফি তাই
ডাস্টবিনে বসে গেলে অবশেষে মহোদয়! বাহ!!
অথচ থালাটা যদি ধুয়ে নিতে তাকওয়ার জলে!
হয়তো আমার ভুল, ঠিকমতো করিনি খেয়াল-
রাতের আঁধারে যারা বের হয় নিভৃতে
জীবিকার তালাশ লাগায়;
তারা বড় ধূর্ত শেয়াল।