আমার এ মনটাকে শীতল করে দাও
তোমার রহমের সরাব ঢেলে,
আমার চলার পথ উজ্জ্বল করে দাও
তোমার নূরের শত জোনাক জ্বেলে।।
অন্ধ আমি পথ দেখি না
চারিদিক আঁধারে ঢেকে যায়,
অহংকারী খেয়ালে আমার
কখন যে পথ শুধু বেঁকে যায়
বুঝিনা বুঝতে পারিনা আমি প্রভূ
তোমার রহম দাও ঢেলে।।
পতঙ্গ হয়ে যেনো আগুন পিয়াসী আমি
জীবনের ছলাকলা বুঝিনি
নিজেকে নিয়েই শুধু ব্যস্ত থেকেছি হায়
তোমার দিদার কভূ খুঁজিনি।
এই পৃথিবীর মিথ্যে মায়ায়
বিবেকের কাছে আমি হেরে যায়
ভোগ বিলাসে জীবন আমার
কখন যে আগাছাতে ভরে যায়;
বুঝিনা বুঝতে পারিনা আমি প্রভূ
বিপদে নিজেকে দিই ঠেলে।।
এখানে আপনার মন্তব্য রেখে যান