ফালগুনের এই রাতের আকাশ রাতের বাতাস
ফুলের সুবাস খুলে দিলো বন্ধ মনের আগল
আজ কী আমি স্মৃতির ছোঁয়ায় হয়ে যাবো
সেই পুরোনো পাগোল?
২.
তোমার বিরল হাসির মতো জ্যোৎস্না ছড়িয়ে
পূর্ণিমা চাঁদ এই উঠোনে এসেছিলো নেমে
নীল ফাগুনের স্বপ্ন স্বপ্ন রাতটা জানি
পড়েছিলো তোমার আমার প্রেমে।
আমরা যখন জ্যোৎস্না ধুলোয় হাঁটছি পাশাপাশি
শান্তি হাওয়ায় শ্বাস নিয়ে কি করছি হাসাহাসি?
তারার শপথ নিয়ে যখন বললাম: ভালোবাসি!
সেই ফাগুনের মুহূর্তটা ইচ্ছে যাদুর বিচ্ছুরণে
হয়ে গেলো পাগলা ঘোড়া- উল্টো স্রোতে ছুটতে
তোমায় আমায় নিয়ে গেলো আদিম রাতের ফাগুনে।
৩.
দ্যাখো, দ্যাখো মায়াবী এক প্রত্ন শহর- এ যে আমার
সাত পুরুষের পুন্ড্রনগর
তোমার আমার পা ছুঁয়ে দেয় স্রোতস্বিনী অথই নহর।
তোমার গায়ের মসলিনও আজ যাক না ভিজে চাঁদের নিলাভ আগুনে,
আমি এবার প্রেমের লিপি করবো খোদাই প্রস্তরে।
আমার প্রণয় যেমন করে আঁকি তোমার গতরে।
০৭.০৩.২০০১
এখানে আপনার মন্তব্য রেখে যান