এখানে যখন সন্ধ্যা ঘনায়
তোমার ওখানে দিনের শুরু;
রাত্রি এগোয় সাপের ফণায়,
কাঁপে আতঙ্কে হৃদয়, ভুরু!
ওখানে যখন রাত নেমে আসে,
দোয়েলেরা দেয় এখানে শিস;
তরাসে তোমার গা ঘেমে আসে,
যেনবা বাতাসে সাপের বিষ
লোরেনা আমার বেহুলাবধূ,
আর নয় দুই কিনারে বাস;
এক ফুলে হবে আমাদের মধু,
এক মাঠে হবে প্রেমের চাষ
চার চোখে যেন দেখি এক ভোর
দু-হৃদয়ে এক রাত্রি ছুঁয়ে;
ভালবেসে হবো কালের কবর
পাশাপাশি এক জমিনে শুয়ে
২.১০.২০১২ মিলনমোড়. সিরাজগঞ্জ