ফেরা না ফেরা / ফজলুল হক তুহিন

কেউ ফিরুক বা না-ই ফিরুক আমাকে ফিরতেই হবে
আমার আশ্রয়ে। পাখিরা যেমন ফিরে। ফিরে সাগর ঢেউয়েরা।
মনের দিগন্ত দ্বার ভেঙে বিরল স্মৃতির হারানো মেঘেরা।
কিন্তু আমার রাজপথ না ফেরার হরতাল, ব্যারিকেটে ঘেরা
কারা যেন মত্ততায় মাতাল না ফেরার উৎসবে,
আমার কি হবে ফেরা?

ঋতু ফিরে আসে
রাত ফিরে আসে
ভোর ফিরে আসে নিজ পৃথিবীতে, নিজ ঠিকানায়
ইতিহাস ফিরে আসে ইতিহাসে।
তবে কেন আমার হবে না ফেরা?

কেউ ফিরুক বা না-ই ফিরুক আমাকে ফিরতেই হবে
ঈশা খাঁর দুরন্ত ঘোড়ার বেগে। বিশ্বাসের সবুজ আবেগে
আমার বিন্দুতে। আলোকিত আমার অমোঘ উৎসে।

ফেরা না ফেরার কত মানুষের পদচিহ্ন পৃথিবীতে আছে লেগে
আমিও ফেরার যাত্রি। পদচ্ছায়া রেখে যেতে চাই ফেরার বৈভবে।
আত্মার তৃষ্ণায় আমি ফেরার নদীতে আকন্ঠ সাঁতরে যেতে চাই
আমার আশ্রয়ে
নিজ ঠিকানায়।

১৮.০৩.২০০১