অনেক অন্ধকারে নীভে যায় ক্রমেই সে আশার প্রদ্বীপ
হাত বাড়ালেও আমি আমাকে হারিয়ে ফেলি হতাশার করিডোরে রোজ
কে যেনো বলতে থাকে- তুমি আর মিলবে না তোমাতে
তুমি আজ হয়েছো নিখোঁজ।।
আমি তো বুঝিনি হায় সোনার হরিণ ভেবে
কার পিছে ছুটে ছুটে হেরেছি,
নিষিদ্ধ জানালায় হাত পেতে দাঁড়িয়ে কি
সূর্যের দেখা আমি পেয়েছি?
পাইনি সে আলো আমি আলেয়ার হাত ধরে
পুড়িয়েছি জীবনের শফেদ কাগজ।
কে যেনো বলতে থাকে- তুমি আজ হয়েছো নিখোঁজ।।
চোরাবালি স্বার্থের আধার এ রাত
জোছনার আলো দিয়ে ভরে দাও
স্বার্থের মোহে ভোলা শূন্য হৃদয়টাকে
তোমার অতি প্রিয় করে নাও;
মরিচিকা মিছে মায়া ভুলাতে না পারে যেনো
আমাকে দেখাও পথ সরল সহজ।
কে যেনো বলতে থাকে- তুমি আজ হয়েছো নিখোঁজ।।
মন্তব্য করুন