রাত দুটোয় দু চোখ ঘুম পাথরের মায়াভার
এক নিমেষেই ছিন্ন করে জেগে ওঠলো হঠাৎ
প্রজাপতির ডানার মতো। চারপাশ অন্ধকার।
ঝপঝপ শব্দে ধসে পড়ে রাত- ছলাৎ ছলাৎ
ঢেউয়ের আঘাত- কোন্ উৎস থেকে আসে পৃথিবীর
এই মুহূর্ত আবহে? তার চোখে ক্ষয়ের করাত
তিমির মতন ভেসে ওঠে। সে কী নিজের গভীর
বিশ্বাসের ক্ষতচিহ্ন? দ্বিধার দ্বিমুখী তীক্ষ্ম দাঁত?
আতঙ্কে বিস্ময়ে তার ইন্দ্রিয়ানুভূতি- অন্ধকারে
উধাও! বাষ্পের মতো বাতাসে বিলীন- চেতনার
হীম। রক্তে তার মৃত্যুস্রোত খেলা করে। রাত্রিপাড়ে
সে তখন অকস্মাৎ স্পন্দন শুনতে পায় তার
চিরচেনা জোনাকীর- আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। খোলা
জানালা দিয়ে সে ঢুকে পড়ে অন্ধঘরে অনায়াসে।
প্রাণদ আলোয় তার ভেতরের সেই পাখি ঘোলা
কুয়াশা ভাঙা রোদের মতো ডানা মেলে, ঝাপটায়
বোধের আকাশে।
২৫.০৮.২০০০
এখানে আপনার মন্তব্য রেখে যান