পরাজিত নই আমি / সাইফ আলি

পরাজিত নই আমি শপথের সাথে কোনো বেইমানি করিনি
মাথা নিচু করে কোনো জালিমের সুরে গান ধরিনি
পরাজিত নই আমি কালঘুমে নিজেকে হারাইনি
দুনিয়ার লোভে ভুলে আপোষের পথে পা বাড়াইনি।।

পরাজিত মানুষেরা মিথ্যে আশার পিছে দৌড়ায়
মাথা নিচু করে পোষা ময়নায় মতো শুধু
শিখিয়ে দেয়া বুলি আওড়ায়।
কখনো সে ডানা মেলে আকাশে উড়ার স্বাদ পায়নি।

আমাকে বোঝাও তুমি বেশধারী শকুনের প্রেমের পুরাণ!
আমি তো পেয়েছি আজ সত্যের পথে ভালোবাসা অফুরান।

গোলামীর জীবনতো ওদেরই জন্য যারা নত হয়,
অর্থের লোভে যারা বিবেক বিক্রি করে
মিথ্যে অহংকারে রত হয়।
কখনো সে নির্ভয়ে সত্য বলার স্বাদ পায়নি।

এখানে আপনার মন্তব্য রেখে যান