পাখপাখালি সাগর নদী আমায় ডেকে বলে
এই পৃথিবী আকাশ বাতাস মুখর কোলাহলে॥
সেই কোলাহলের সব আয়োজন
কে করেছে কে…. কে করেছে কে?
যাচ্ছে নদী দু’কূল ছুঁয়ে স্বপ্ন নিয়ে বুকে
দু’কূলে তার সবুজ গাঁয়ে থাকবে সবাই সুখে॥
সেই নদীর বুকে স্বপ্ন শীতল
জল দিয়েছে কে ….কে দিয়েছে কে?
আকাশ ভরা চন্দ্র তারা মিটি মিটি জ্বলে
গাছের পাতা দুলতে থাকে যেই বাতাসের বলে॥
সেই শান্ত বায়ু ঘূর্ণী বায়ু
কে দিয়েছে কে….. কে দিয়েছে কে?
মাটির বুকে বীজ ফুঁড়ে ঐ বৃক্ষ ওঠে জেগে
চোখ খুলেছি যার পরশে মুদবো পরশ লেগে।।
সেই মাটির গড়া শ্যামল ধরা
কে দিয়েছে কে ….কে দিয়েছে কে?
আল্লাহ মহান সে…. মহামহিম সে….
স্রষ্টা মোদের সে…. আল্লাহ মহান সে…….
এখানে আপনার মন্তব্য রেখে যান