ভাঙাচোরা দেয়ালের স্তুপাকার পুরনো ইটের
ইতিহাস-লাবণ্যের কিছু আভা পাওয়া যায় টের
মনে মনে! কী আবেগে দু’হাতে সরাই
পুরনো ইটের স্তুপ, লিখে রেখে যাই
আরো কথা, আরো কিছু গান আর নতুন খেয়াল
বানাই নতুন ইট নতুন দেয়াল।
পথে পথে সংশয়ের সন্দেহের ধূলি ওড়ে কত,
বেদনায় নত
দুই চোখ, ঝরে অশ্রু। সেই ধূলি সেই অশ্রু নিয়ে
দু’হাতে মনের মত ননামত পাথর বানিয়ে
গড়ি তাজ; করি কাজ প্রেমে ও সংগ্রামে।
ঐতিহ্যের ডানা বেয়ে নেমে
কীঅতল সমুদ্রবিস্তার
ঢেউয়ে ঢেউয়ে উচ্ছ্বসিত নিত্য নব প্রাণ-সবিতার
সোনারঙ্।
কুড়িয়ে যা পাই
তাই নিয়ে নিত্য নব জীবন বানাই।
সামান্য যা পাই তাই অসামান্য আবেগে অশেষ
তার সাথে জীবনের শ্রান্তিহীন এই পরিবেশ
রৌদ্রদগ্ধ দিন আর অরণ্যের ছায়ার প্রসাদ
রাত্রির আকাশ ঘিরে জেগে থাকে চাঁদ;
আশা জাগে ভাষা পাই মনে পাই গভীর আশ্বাস।
লিখি ইতিহাস
আগামী দিনের এক পৃথিবীর প্রাচুর্যের গান।
অনাগত মানুষের প্রাণ
পৃথিবীর পথে পথে দিয়ে যাই সহজে জাগিয়ে
মনের মাধুর্য আর হাতের সবল মুঠি দিয়ে।
এখানে আপনার মন্তব্য রেখে যান