রবীন্দ্রনাথের প্রতি / ফজলুল হক তুহিন

ক দিন ধরেই মেঘে আর বৃষ্টিতে
জিম্মি করে রেখেছে এই আমাকে, সবাইকে।
মেঘকে নিশ্চয় প্ররোচণা দিয়ে থাকবেন রবীন্দ্রনাথ।
আশ্চর্য তাঁর বর্ষাপ্রীতি অসময়ে এই বাংলাদেশে বৃষ্টি ঝরায়
একদিন নয়, দুইদিন নয়, এক সপ্তাহ সবাই বৃষ্টিবন্দি!

মৃত্যুর পরও কেন আপনি বাড়িয়েছেন বর্ষাপ্রিয় যাদুকরি সেই হাত?
আপনার মতো বর্ষাযাপনের সাধ থাকলেও সাধ্য নেই আমাদের।
চায়ের স্টলে প্রাণজ আড্ডায় যাওয়া হচ্ছে না কতো দিন
রাস্তায় হাটু পানি!
আপনিই বলুন, চাকরির খোঁজে কিভাবে বেরোই?

সারাটা রাত সারাটা দিন বৃষ্টি, শুধু বৃষ্টি- বৃষ্টির আফিম!
আপনার কাব্যের দোহাই, আপনি আর উৎসাহ দেবেন না মেঘকে
বৃষ্টির বেগকে
দোহাই আপনার গানের, আপনার প্রাণের।

১৮.০৯.২০০০