এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর
ঢাকা এসে আত্মিয়! বলে- মামা হাত ধর,
এই ঢাকা শহরের অলিগলি-রাস্তায়
তুবড়ি বাজিয়ে রাজ করে যাবো আস্থায়
ভাগেযোগে নেতা আছি আমরা যে সাত ঘর।
মাতবর বলে- বাহ, বুদ্ধি চমৎকার;
মহৎ এ প্রস্তাবে বলুন অমত কার?
সাতঘাড় এককাতে রাজি মতামত দেয়
শাহাবাগে জড়ো হয়ে এক স্বরে ঘোঁত দেয়।
ভেবাচেকা পাবলিক বলে, বাজিমাত কর !
এরপর ইতিহাস- জানজটে আটকা,
পান্তায় মিললো কি গোটা দুই জাটকা!?