সেজেছে বাংলাদেশ চাটগাঁয় মাটির পাহাড়ে,
ধানসিঁড়ি-পুনর্ভবা-কপোতাক্ষ পাড়ে;
নতুন শিশিরে ভিজে-নেয়ে সারা
সিলেটের ঘাস আর নওগাঁর গাছের পাতারা;
বসিয়েছে শুভ্রমেলা সিরাজগঞ্জের কাশ
যমুনার দুই পাড়ে; পায়রার চোখ যেন সাতক্ষীরার আকাশ;
মানিকগঞ্জের মাঠগুলো, কুষ্টিয়া ও রাজবাড়ি
পরেছে সরিষাশাড়ি;
সেজেছে বাংলাদেশ জামালপুর-ঠাকুরগাঁয়ে,
যে হাঁটে কবির বুকে ঊর্বশীর পায়ে।
প্রিয়তমা, ফিরে যাই চলো ফের পুনড্র নগরে,-
মসলিন শাড়ি পরে
খেলো তুমি প্রেমখেলা, আমি লখিন্দর
করোতোয়া পাড়ে ফের তুলে দেব হেমন্তের ঘর;
জানলায় দাঁড়িয়ে তুমি আদিগন্ত মেলে দিও চোখ,
দেখবে অমর্ত্যলোক
মর্ত্যে একটাই-
সে আমার বাংলাদেশ, কাহ্নপার কণ্ঠে আমি যার গান গাই।
১৩.১১.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ