দুঃসময়ের প্রার্থনা / ফজলুল হক তুহিন

এইসব দিন এইসব রাত কিভাবে গড়ায় আমাদের প্রভু
তুমি তো জানোই- রাতগুলো আর দিনগুলো সব খুন হয়ে যায়!
আমরা তো প্রভু ত্রিকালদর্শী নই- সাধারণ আমরা সবাই
অতীত-আগামী দেখি না, বুঝি না কুটিল পাঁকের বর্তমানও।

বুঝি ইউনুস নবীর মতন আটকা পড়েছি ঘাতক মাছের পেটে
বিষাক্ত দাঁতে এফোঁড় ওফোঁড় হয়ে যায় এই প্রাণের সীমানা!
হায়, আমাদের বাঁচাবে কে প্রভু ? আমরা সবাই জনতা সরল
কী করে বাতাস নেবো ফুসফুসে? আমাদের চাই আলো মাটি জল।

প্রভু, আমাদের নদীগুলো সব আমাদের মতো মরে যায় দ্রত
প্রাণের ভূগোল অশুভ ছায়ার ঈগলে ঈগলে ভরে যায় দ্রত!
আমরা সবাই আজ রুস্তম- আমাদের কাঁধে সোহ্রাব লাশ
প্রভু, আমাদের মাথার উপরে উড়ে ঘুরে তাই ভয়াল শকুন!

গ্রহণের দিন কেটে যাক প্রভু, সূর্যালোকিত দিন চাই আজীবন
আমাদের এই চেতনার নদী জোয়ারে জোয়ারে হোক পূর্ণিমাময়।
জানি প্রভু জানি, পৃথিবীর সব একদিন হবে লয়
তবু যেন প্রভু, ক্রমাগত হতে থাকে ইতিহাসে বোধের বিজয়।

২২.১০.২০০২