আজকে কেমন বৃষ্টি এলো
এলোমেলো ঝরলো ভীষণ
সারা বিকেল-সন্ধ্যা-সারা রাত্রি জুড়ে
আকাশ ফুড়ে !
রাস্তা জুড়ে বৃষ্টি ফোটা বেলুন ফোলায়
ওড়ায় ছাতা মাতাল হাওয়া,
একটু আলো একটু আঁধার সুখের এবং
বিষন্নতার হঠাৎ হঠাৎ আসা-যাওয়া;
গুনগুনিয়ে একটু গাওয়া
একটু ঝরা পাতার পিঠে
টাপুর টুপুর শব্দ-তালে।
কদম ডালে
ভিজতে থাকা একটা পাখি-
জানলা খুলে বাড়িয়ে রাখা হাতের তালুই
ঝরতে থাকা ঠান্ডা আবেগ-
ডাইরি খুলে একটা দুটো পদ্য পড়ে
উদাস চোখে দৃষ্টি রাখা
শূন্য ক্যালেন্ডারের পাতায়
কিসের আশায়?
আজকে কেমন বৃষ্টি এলো
বাতাস এলো, ঝাপটা বাতাস;
বৃষ্টি ছিটে পড়লো গায়ে-
বন্ধ হলো চোখের পাতা-
শরীর কেমন মাতাল হলো, শূন্য হলো!
মেঘের সাথে আজকে কেমন মিলছে নদী
বনের সবুজ
মিলছে মাঠের সমস্ত ঘাস এবং লতা
এবং মনের চঞ্চলতা
কেমন ভীষণ আজ সারাদিন ফোটায় ফোটায়
অনুভূতির সবুজ বোটায়।
বেলি ফুলের একটা মালা এখন যদি আমার হতো!
কদম ফুলের নুইয়ে পড়া ডালটা যদি আমার হতো!
সকল ভেজা ঘাসের শরীর মুঠোয় ভরে
নিতাম যদি!
ঝরতে থাকা বৃষ্টিফোটা সমস্তটা আমার হতো!
এখানে আপনার মন্তব্য রেখে যান