একটা কবির সব কবিতা অন্য কারো হাতের মুঠোয়
শূন্য খাতা, বিষন্নতা বুকের মধ্যে কি জল উঠোয়!?
কি ফুল ফুটোয় শুকনো ডালের মুমূর্ষুতার বাকল পেটে
এক জীবনের প্রেম কাহিনী ঝুলতে থাকে আকাশ ফেটে!
আর কি নেবে শব্দ ছাড়া- আর কি আছে কবির কাছে?
গোলাপ ছাড়া আর কি ফোটে একটা পুরোন গোলাপ গাছে?
হয়তো কিছু বৃষ্টি আছে- যখন তখন বর্ষা আনে;
বৃষ্টি ফোটার শব্দগুলো কবির থেকে আর কে জানে?
এ নাও দিলাম সমস্তটা, জমিয়ে রাখা মেঘের প্রলাপ;
একটা কবির সব কবিতা, এক জীবনের সব সংলাপ।
এখানে আপনার মন্তব্য রেখে যান