এপিটাফ / সায়ীদ আবুবকর

দাঁড়াও, পথিকবর, জন্ম যদি বঙ্গে;
দুদণ্ড দাঁড়াও স্থির এ সমাধিস্থলে-
যেভাবে দাঁড়ায় বৃক্ষ মৃত্তিকার সঙ্গে;
মানুষ কি বাঁচে, হায়, শূন্যে কিংবা জলে!

যে-আকাশে থাক পাখি, ফিরে আসে নীড়ে;
কিন্তু সেই পাখি শ্রেষ্ঠ, যে-পাখি ছড়ায়
স্বদেশের গান মহা মানুষের ভিড়ে-
সারা দেশ নুয়ে পড়ে তার পদ্মপায়!

পিতা নূর মহম্মদ আর মা আমেনা,
সায়ীদ আবুবকর বঙ্গজের নাম
বক্ষ যার কপোতাক্ষ, যে-নদী থামে না,
ছোটে আর গান জোড়ে: ‘তোমাকে সালাম

জন্মভূমি রক্ষাহেতু যে যাও সমরে!’
এই গান, হে পথিক, নিয়ে যাও ঘরে।

৮.১১.২০১১ সিরাজগঞ্জ