পোড়ামাটির টব / সাইফ আলি

আজকাল ছোট এই পোড়ামাটির টবেই
কোনোমতে টিকে আছে কবিতার চাষাবাদ,
প্রত্যাক্ষাণের জৈব আর অনাকাঙ্ক্ষিত বিষাদের নোনতা জলবায়ু
চারাগুলোকে এমন পরিপুষ্ট করে তুলবে ভাবতে পারিনি।
তুমি তো ভেবেছিলে, অধিকারের আবাদি জমিটুকু কেড়ে নিলেই
নিস্ব হয়ে যাবো; তোমার পায়ে পড়ে বলবো-
আর একটা মৌসুম, মাত্র আর একটা; তারপর সব তোমার!

শেষ যেবার মেঘ ফেটে বৃষ্টি নামলো,
উঠোন ভর্তি আমাদের স্বপ্নের বুদবুদ;
তোমার জন্য হাত ভর্তি কবিতার ফুল নিয়ে
বৃষ্টিতে দাঁড়িয়ে- মনে পড়ে?
তুমি বলেছিলে, সস্তা কদম!

যা হোক, আজকাল
ছোট এই পোড়ামাটির টবেই
কোনোমতে টিকে আছে কবিতার চাষাবাদ।

এখানে আপনার মন্তব্য রেখে যান