বুনো কৈতর / সাইফ আলি

কই তোর কৈতর কই
বুনো কৈতর বুঝি উড়ে গেছে বনে,
তাই বুঝি নির্জনে একাকি গোপণে
কাঁদছিস? বোকা!
নিজেকে নিজেই তুই দিয়েছিস ধোকা।

ডানাদুটো প্রিয় ছিলো কাটিসনি তাই?
তাহলে তো উড়বেই, মিছে অভিমানে
কাঁদছিস বোকা, শোন- প্রিয় কৈতর,
সারাক্ষণ বাস করে বুকের ভেতর।

এখানে আপনার মন্তব্য রেখে যান