পৃথিবী যখন ঘুমে প্রশান্তি প্রশান্তি ঘুমে ঘুমে নীল
মানুষ যখন স্বপ্নে সবুজ সবুজ স্বপ্নে স্বপ্নে অমলিন
তখন তাদের চোখ রক্তেআঁকা চোখ জ্বলে ওঠে দাউদাউ
শিশুদের হৃদয়ে হৃদয়ে তারা ভয়ের আওয়াজ তোলে: হাউমাউ!
হাউমাউ!
মানুষেরা যখন গভীর আস্থায় বিশ্বাসে পরস্পর গড়ে তোলে ব্রীজ
তখন তাদের মন যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তের সিরিজ
চালু করে মানুষের সভ্যতায়। তারা চায় না সম্পর্ক মূলত কোথাও।
পৃথিবীর যেখানেই নির্মাণ আর সুস্থতা আর সবুজতা
সেখানেই শকুনের মত গন্ধ শুকে শুকে চলে আসে তাদের প্রেতাত্মা
অশরীরী ছায়ায় ছায়ায় অশুভ ক্ষুধায় নষ্টভ্রষ্ট করে মানবিক সত্তা।
মানুষ যখন প্রতিবাদী
মানুষ যখন দুঃসাহসী
মানুষ যখন স্বাধীনতা স্বাধীনতা উচ্চারণে
অসংখ্য হাতের আর অসংখ্য প্রাণের মিছিলে মিছিলে ভরে
ফেলে দিগন্তপৃথিবী
তখনই তারা ভয়ে শীতের সাপের মতো ভয়ে ভয়ে লুকায় পালায়।
অতঃপর গুপ্ত হত্যা আর ষড়যন্ত্রে আর মৃত্যুযন্ত্রে শীত মৌসুমের নিপুণ শিকারী!
অনন্ত সত্তার জন্যে বিশ্বাসীরা যখন জাগিয়ে তোলে সম্মিলিত প্রেম
আর তখনই তারা নেকড়ে মত্ততা নিয়ে দখল করতে আসে উজ্জ্বল জেরুজালেম।
৩০.০১.২০০২
এখানে আপনার মন্তব্য রেখে যান