যদি চাও,
বৃষ্টিতে ধুয়ে নিতে পারো
চোখ-
কথা হোক
ভারাক্রান্ত মেঘেদের সাথে
কিছুক্ষণ; তারপর ফের
আমাদের
ছোটো ছোটো কথাগুলো
নরম মাটিতে রুয়ে
খেলা শেষ।
যদি চাও,
ঠান্ডা বাতাস মেখে
কৃত্রিম শীতে
নিজেকে কুকড়ে নিয়ে
আশ্রিত হতে পারো
পাঁজরের উষ্ণতায়। হবে?
এখানে আপনার মন্তব্য রেখে যান