রোদ্দুরে পোড়া সুখ
ভেজা সুখ বৃষ্টিতে
কম্বল মোড়া সুখ
খোয়া সুখ কৃষ্টিতে
সুখ গানে, কবিতায়
শব্দে, বর্ণে;
সুখ কারো অযথায়
লুকোচুরি দৃষ্টিতে।
কারো সুখ হেটে হেটে
কারো ফের দৌড়ে,
কারো কারো সুখ বেঁচে
থাকে আটপ্রৌড়ে
ভিটেবাড়ি আঁকড়ে;
কারো সুখ খেয়ে যায়
ক্ষুদে পোকা-মাকড়ে।
সুখ কারো দুধ-ভাত
কারো ঝাল-মুড়িতে,
কারো সুখ ঝুলে যাওয়া
সুবিশাল ভুড়িতে;
কারো সুখ চল্লিশে
কারোটা বা আশিতে-
কারো সুখ অন্যের
ভালোবাসাবাসিতে…।
এখানে আপনার মন্তব্য রেখে যান