:এমন কিছু বলুন জনাব
খোরাক জোগায় ভাবার
আবার
অর্থ না হয় কোনো
কক্খোনো।
এমন কিছু বলুন যেটা বোঝার সাধ্য নেই
কারো
আরো
উল্টোসিধা যেই
কথাটা লাইনমাফিক নয়।
এমনতর কথা দিয়েই জয় কবিতার জয়!
কবিতাতো তাকেই বলে, পড়তে লাগে ভয়!!
এমন কিছু লেখুন জনাব পিলিজ…
ছন্দটন্দ ভুলুন ওসব পুরোন মেলা,
ওসব রেখে আধুনিকের ছাঁচে আসুন
এই জামানার ধাচে আসুন
পুরোনকে দেন রিলিজ!
:কবির মাথায় হাত-
তোমায় আমি ভালোবাসি-
খাচ্ছি এখন ভাত-
কণ্ঠে তোমার রূপোর থালে
উপচে পড়ে চাঁদ;
কাব্য দিয়ে ভরা ছিলো কচুমতির খাঁদ!!
:কিন্তু ভায়া ছন্দ এবং অন্তমিলের ভারে
কবিতাডা বুড়োয় গেছে দেখেন-
ওসব বাদে নতুন কোরে একটা দুটো লেখেন।
(কবি এখন অল্প কথার গল্প লেখে ওসব ছেড়ে,
লম্বা-কালো চুল ফেলিয়ে নাম নিয়েছেন নব্যনেড়ে)