কেমনতর প্রেমিক তুমি / সাইফ আলি

কেমনতর প্রেমিক তুমি পাতার বাঁশি বাজাও না
স্বপ্নগুলো সুতোয় গেঁথে প্রিয়ার জন্য সাজাও না
বাস্তবতার গুল্লি মেরে সাহস নিয়ে আগাও না;
অনুভূতির শিকড়টাকে একটুখানি জাগাও না!

খাম্বা তুমি, পাথর তুমি, স্বর্থটাকে খুব বোঝো;
শকুন চোখে কেবল শুধু আমার চোখে প্রেম খোঁজো!
নইলে সেদিন শপিংমলে হীরার ছোটো আংটিটা
কিনতে গেলাম, বললে চেকের হয়নি আজো ভাংতি টা!

ভালোবেসে ভুল করেছি তোমার মতো বেকারকে
সত্যি বলছি কালকে থেকে চিনবো না আর কে কার কে।

এখানে আপনার মন্তব্য রেখে যান