যখন আর কেউ
বলবে না জীবনের গল্প কোনো
মৃত্যুই ডেকে নেবে কাছে;
তুমি কি বলবে ডেকে- বন্ধু আমার,
আরো কিছু কথা বাকি আছে-
আরো কিছু পথ বাকি আছে।।
যখন অন্ধকার রাত চারিদিকে
উজ্জ্বল স্বপ্নেরা হয়ে যাবে ফিকে
ঠোঁটের প্রান্তে এসে থেমে যাবে শব্দ আমার
তুমি কি বলবে ডেকে- চোখ মেলো বন্ধু
এখনো সময় আছে সুর সাধনার।
আরো কিছু গান বাকি আছে-
যখন আর কোনো জোনাক জ্বলবে না চোখের তারায়
সূর্যের আলো ঢেকে যাবে মৃত্যুর শীতল ছায়ায়
তুমি কি বলবে ডেকে- বন্ধু আমার,
আরো কিছু কথা বাকি আছে-
আরো কিছু পথ বাকি আছে।।
এখানে আপনার মন্তব্য রেখে যান