কিছু কোলাহল মুছে যেতে যেতে দাগ রেখে যায়,
মোছে না সে দাগ; কিছু কিছু সুর ঘিরে থাকে কিছু মায়াবী সময়-
মুছে ফেলা দায়।
কিছু মানুষের দৃষ্টির কোনো হিসেব মেলে না
কথার থাকে না অর্থ কখনো
তবু সে দৃষ্টি অন্দরে কিছু হিসেব মিলায়
বাহির তখনো
অবুঝের মতো চেয়ে চেয়ে থাকে;
এলোমেলো কথা পাশাপাশি বসে কি ছবি আঁকে
কে জানে সে কথা, সবাই জানার ভান করে যায়,
বোদ্ধার মতো মাথা নেড়ে যায়।
মানুষ বড়ই রহস্যপ্রিয়-
মানুষ বড্ড প্রেমের কাঙাল,
ঠোঁটের পাড়ায় খরার রাজ্য
অন্তরে পোষে সাগর সকাল!
সে সাগর জলে যে নাবিক তার জাহাজ ছোটায়,
তার চোখে থাকে তারকা চেনার অভিজ্ঞতা
অথৈ প্রেমের নীলাভ ঢেউয়ের চঞ্চলতা।
এখানে আপনার মন্তব্য রেখে যান