তার কথা ভাবলেই কেন যেন অসংখ্য নদীর
স্রোত চোখের সুস্বচ্ছ ক্যানভাসে আকাঁ হয়ে যায়।
সেই স্রোত বাংলাদেশের মানচিত্র করেছে প্লাবিত
জীবন্ত, শোভিত- বিশ্বাসের পাল ওড়ে
পদ্মা মেঘনা ও যমুনায়।
দশ দিগন্তে, পদ্মার ঢেউয়ে যে নাম ধ্বনিত
পিতৃপুরুষের জন্মভূমি যার প্রাণে আলোকিত
সময়ের অন্ধকার রাত তার হাতে পরাজিত
তিনি আমাদের আত্মার বাদক-
শাহ্ মখদুম।
তার বিশ্বাসের সুরে ভেঙে যাক পাথরের ঘুম।
০৭.০৮.২০০১
এখানে আপনার মন্তব্য রেখে যান