যেখানেই দৃষ্টি রাখি পুড়ে যায়
ভেঙেচুড়ে খান খান হয়ে যায়, রোদেলা দুপুর
হঠাৎ বিমর্ষ মেঘে ঢেকে যায়;
অন্ধকারে ডুবে যায় সকালের মিঠে আলো।
যেখানেই চোখ রাখি, যেখানেই রাখি এই
স্বপ্নালু দৃষ্টি আমার-
কবুতর ঘর ছেড়ে পাড়ি দেয় বহুদূর বনে,
তছনছ হয়ে যায় ভিটেমাটি চিরায়ত শান্ত এ নদীর
হঠাৎ ভাঙনে!
ধানখেত পুড়ে যায়, ভেসে যায় হাওড়ের পরিচিত মাছ,
বানভাসা মানুষের কান্না ঘিরে রাখে নিমগ্ন রাত্রিকে, আর
কেমন বিষন্ন চাঁদ ঝুলে থাকে ঘন কালো মেঘের পাড়ায়!
যেখানেই দৃষ্টি রাখি পুড়ে যাওয়া স্বপ্নের ছাই
বাতাসে উড়তে থাকে এখন কেবল,
হৃদয়ের চৌকাঠ পেরিয়ে স্বার্থ-শকুনগুলো ঘুরতে থাকে
আমাদের পরিচিত লোকালয়ে, সহজ সরল
তবু আমাদের দৃষ্টির গোচরে
ওরা সব নির্ভয়ে সংসার পাতে!!
এখানে আপনার মন্তব্য রেখে যান