তাদের মতন আমি যদি ঘুমিয়ে থাকতে পারতাম তিন শ বছর
দূরের কোন গুহায় কিংবা নিজ বাসস্থানে। জেগে উঠে আমার শহর
কতটা বিশ্বাসী আর কতটা মৃত পাথর হলো তা দেখতে পারতাম।
আহ্ আমি যদি পারতাম-
কী নিশ্চিন্তে, প্রশান্তিতে ঘুমের মধ্যেই বয়ে যেত এক একটি শতাব্দী
দেখতে পেতাম আকাক্সক্ষার শান্তিগন্ধী সবুজ শহর, সুখময় গ্রাম
আমার ভ্রমণ হতো অবাধ নিসর্গে, ছুটন্ত নদীতে, সুস্বচ্ছ নারীতে
আহ্ আমি যদি পারতাম-
হয়তো তাহলে এই অভিনব অন্ধকারে-
সকালের স্বপ্নের আকাশ ছিনতাই হওয়া অন্ধকারে
মধ্যাহ্নের ক্লান্ত মুহূর্তের কিশোরী ধর্ষিত অন্ধকারে
নাক্ষত্রিক সন্ধ্যার আলোয় মানুষ মাতাল অন্ধকারে
আমাকে নিশ্বাস নিতে হতো না কখনো।
আহ্ আমি যদি পারতাম সত্যি সত্যি!
১৬.০৭.২০০১
এখানে আপনার মন্তব্য রেখে যান