ছুঁয়ে দাও
ধুয়ে দাও
নগরির চোখ,
পঁচা সুখ
এ অসুখ
মুছে দাও;
ফের লেখা হোক-
ফোটা ফোটা
অনবরত তোমার ছন্দে,
এ শহর আমার শীতল হোক
আসুক জ্বর,
থরথর
কাঁপুক রাজপথ, ঘর
জানালার কাচ;
চায়ের কাপ,
উত্তাপ
বুকের।
স্বার্থপর চুমুকের
পর
অনবরত তোমার শব্দে
কিছুক্ষণ অন্তত বুকের ভেতর
জাগুক হৃদয়।
ছুঁয়ে দাও
ধুয়ে দাও
আমাদের চোখ
জমে যাওয়া দৃষ্টির
ক্ষয় হোক,
ওগো বৃষ্টি তোমার
আজ জয় হোক
জয় হোক।
এখানে আপনার মন্তব্য রেখে যান