আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন আর আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।
-২৪:৩৫:কুরআন শরীফ
কাচের আধারে এক উজ্জ্বল তারকা দীপ্তিমান।
অগ্নি তাকে জ্বালায়নি। জায়তুনের তেলে প্রজ্জ্বলিত-
যে-তেল প্রাচ্যের নয়, প্রাতীচ্যেরও নয়। সমর্পিত
নিরগ্নি শিখায় এক- অজর , অক্ষর, অম্লান।
জ্যোতির উপরে জ্যোতি, আলোর ভিতরে আলো জ্বলে
কাচের ভিতরে কোনো আকাশের অনশ্বর তাকে।
পৃথিবী, আকাশ, চরাচর- আলো দ্যায় সে সবাকে।
পবিত্র মহান জ্যোতি জ্বলে যায় নিরগ্নি অনলে।
উপমা বিহনে, হায়, অসম্ভব তোমার বর্ণনা
তুচ্ছ মানুষের কাছে। হে রহমানুর রহিম!
আত্মা থেকে সপ্তম আকাশ অব্দি তোমার পূণিমা
প্রজ্বলিত- প্রবাহিত। তেজঃপুঞ্জ অনন্ত অসীমা
জ্যোতির উপরে জ্যোতি, সর্বব্যাপ্ত, হে মহামহিম!
আমার হৃদয়ে ফ্যালো তোমার আলোর এক কণা।।