তুমিও কি তার গন্ধ পাও, ছন্দ বোঝো
মধ্যরাতের বাতাস যখন শীতল থাকে
আলতো করে নড়তে থাকে গাছের পাতা
বিষণ্ন এক ডাহুক ডাকে দূরের কোথাও
তুমিও কি তার একটু আধটু গন্ধ পাও?
ছন্দ বোঝো?
দন্দ্ব বোঝো?
একটি পাখির দুইটি পাখার দন্দ্ব বোঝো?
হয়তো খোঁজো স্বার্থকতা শুধুই ওড়ার
কিন্তু তাতে লাভ কি হবে যখন শুধু
শূন্য মুখে ফিরবে পাখি আপন নীড়ে
হাজার রকম দুঃখ এবং ব্যথার ভিড়ে
স্বার্থকতা কোথায় এমন শুধুই ফেরার?
আমার জেরার
উত্তরে খুব শান্ত স্বরে
বলবে তুমি- তাই বলে কি আপন ঘরে
ফিরবে না কেউ?
বলছি না তা, বলছি শুধু রাতের বুকে ব্যথার ঢেউ
তুলেই যদি শেষ হয়ে যায় ওড়ার মানে
তাহলে তো আজ এখানে
নতুন কিছুর নেই প্রয়োজন,
যেমন আছি; থাকবো তেমন!
তুমিও তো তার দুরন্ত এক গানের মুখে
বলেছিলে শুধুই সুখে
দুলতে থাকা ডাল হয়ো না,
খুঁজতে থাকো এক জীবনের কোনটা আসল
স্বার্থকতা।
প্রগলভতা
হয়তো ওসব লাগবে তোমার নিজের কাছে
যখন পরের খুঁটির জোরে নিজের কোঠা টিকেই আছে।
আমি এখন অন্ধকারে পথ চলেছি
জোনাক আমার সঙ্গ দিলে দিতেও পারে,
জোছনা এসে অল্প কিছু লাঘব করে নিতেও পারে
পথের দাবী;
কিন্তু আমি ওসব এখন থোরাই ভাবি।
এখানে আপনার মন্তব্য রেখে যান