আলগোছে হাত থেকে পড়ে গেলো শব্দের তোড়া
এক জোড়া দাড়কাক বসে বসে দেখছিলো খেল,
চেঁড়া চটি মানহানী মামলার প্রস্তুতি নিয়ে
বললো- শুনুন কবি জীবন এমন ছেঁড়াখোরা
খসরা কাগজ ভেবে করছেন নিয়তই ভুল;
শুধুই কি সাজাবেন ক্ষুধার্ত স্বপ্নের ফুল?
কবি তার উপমায় নিজেকে সাজাতে যান ভুলে,
বিষন্ন একা চাঁদ মেঘের দেয়ালে থাকে ঝুলে।
মন্তব্য করুন