দুঃখ তুমিতো মাধবীলতা
জড়িয়ে রেখেছো আষ্টেপিষ্টে
তোমার নরম থোকায় থোকায়
পাওয়া না পাওয়ার হিসেব নিকেষ;
গল্পগুচ্ছ এক জীবনের।
একটি মনের জয় পরাজয়
আশা হতাশার সরল প্রকাশ।
দুঃখ তোমার নিখুঁত শিল্প
সালতানাতের প্রতিটি আঁচড়,
বিদ্রোহী তার মৃত্যুক্ষুধায়
তোমাকে পেয়েছে অলংকরণ।
দুঃখ তোমার যেটুকু আমার
দু’হাত ভরে তা নিতে তো হবেই,
মধ্যরাতের অবসরটুকু
তোমাকে দিলাম…
মন্তব্য করুন