নিউমার্কেট থেকে ফার্মগেট আসার সময় আমার সহযাত্রি। লেগুনা এদের কাছ থেকে ভাড়া নেয় না। কারণ এরা গরিব বাবা মায়ের চোখের মণি। আমি যখন ছবিটা তুলছি তখন ছেলেটি যে দৃশ্যের দিকে তাকিয়ে ছিলো সেটা হচ্ছে রিকশার মধ্যে আদরের দুলালি তার মায়ের কোলে বসে আইসক্রিম খেতে খেতে স্কুলে যাচ্ছে। না, কোনো সহানুভূতি নয়…… এদের জন্য ভালোবাসাই যথেষ্ট; রোদে পুড়ে ঝুলতে ঝুলতে স্কুলে যাওয়া এই বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিনা জানি না তবে দেশের সম্পদ তো বটেই।

এখানে আপনার মন্তব্য রেখে যান