কে জানে কতটা ভাসালে তা হয় নদী
কে জানে কতটা মৌনতা আনে নীলে
কত ঢেউ বুকে ধারণ করলে সাগর
তোমাতে মানায়; যেমনটা তুমি ছিলে।
কতটা গভীর রাতের আকাশ হলে
তোমার চোখের তারার উপমা হয়,
কত জোনাকির হেয়ালি আলোর ভিড়ে
খোয়াবো তোমাকে হারানোর সংশয়?
কত বর্ষার ছন্দে চলেছো তুমি
আমার বুকের মেঠো পথ ধরে ধরে,
কত শিশিরের কণায় হাসলে রোদ
তোমার হাসির কিছুটা পড়তো ঝরে?
কত গভীরের খবর রাখলে বলো
পাঠ করা যেতো তোমার চোখের ভাষা,
কি তুমি বোঝালে ইশারায় ইঙ্গিতে
এরই নাম প্রেম, এই কি সে ভালোবাসা?
এখানে আপনার মন্তব্য রেখে যান