আমি শপথ করি গোধূলির, আর রাত্রির আর তা যে ঢেকে দেয় তার ,
আর শপথ করি চন্দ্রের যখন সে পূর্ণ! তোমরা নিশ্চয় এক স্তর থেকে
আর-এক স্তরে বিচরণ করবে।
-৮৪: ১৬-১৯ : কুরআন শরীফ
শপথ সন্ধ্যার আর ঘন – নীল সুশান্ত রাত্রির,
আমিও জেনেছি এই জীবনের পরম বিকাশ;
এই তো কন্টকে বিদ্ধ, এইমাত্র কুসুমসংকাশ;
বিপুল ঐশ্বর্যে ঝুলি ভরে গেছে সামান্য যাত্রীর।
পথে পথে পাওয়া গেলো অফুরন্ত হিরে- জহরত –
দুঃখের নিকষে শুদ্ধ। কতো স্তর, কতো স্তরান্তর :
জিভে লাগে নোনা স্বাদ, কানে বাজে মধু কন্ঠস্বর :
দুঃখে-সুখে বেজে চলে অক্লান্ত প্রাণের নহবত।
শপথ দিনের আর পরিপূর্ণ সহাস্য চন্দ্রের,
আমিও জেনেছি এই জীবনের আতীব্র দহন;-
একই সঙ্গে দেখিনি কি গদ্যময় বাস্তবে ছন্দের
দোলাও চলেছে, যেন কুঁড়েঘরে নূপুরনিক্বণ?
হে রাজাধিরাজ! হে সর্বব্যাপ্ত পবিত্র মহান!
মেনেছি পঞ্চাশে এসে: একান্ত তোমারই সব দান।।
এখানে আপনার মন্তব্য রেখে যান