একটা কিছুতো হারিয়ে যাচ্ছে / সাইফ আলি

একটা কিছুতো হারিয়ে যাচ্ছে
আকাশের নীল মৌনতা থেকে
একটা কিছুতো হারিয়ে যাচ্ছে ঠিকই-
নাহলে আকাশ টানছে না কেনো আগের মতোন?

একটা কিছুতো পালিয়ে যাচ্ছে
আমাদের এই যাপিত জীবন থেকে
একটা কিছুতো পালিয়ে যাচ্ছে ঠিকই
নাহলে জীবন পান্ডুর কেনো এতো?

বাড়ি গাড়ি টাকা এবং ব্যস্ত সময়ের খেল
জমছে তো বেশ কিন্তু তবুও কি যেনো কমতি,
একটা কিছুতো বিবর্ণ হয়ে যাচ্ছে ক্রমেই;
নাহলে এমন চেনা মুখগুলো অচেনা দেখায়?

পুষ্ট গোলাপ; কি যেনো ঘাটতি,
আগের মতোন টানছে না!
চাঁদের শরীরে অলংকারের প্রয়োজন নেই
তবুও দিয়েছি; টানছে না।

একটা কিছুতো হারিয়ে যাচ্ছে ঠিকই…

কবিতা পাঠ শুনতে এখানে ক্লিক করুন