ঋতুর রহস্য গাই, এ দোষে কি কেটে নেবে জিব?
তাহলে হে পুরুষেরা কাটো শত কবির রসনা,
নিয়মের মন্ত্র লিখি। লাক্ষণিক নক্ষত্রের দীপ
নারীর প্রেরণা হয়, তোমরা শোনো খনার বর্ণনা।
যে মাঘে বুকের মাংস গুটি বেঁধে হয়েছে স্তনন
তখন থেকেই জেনো নারী শেখে নিসর্গের ভাষা
আগাম ইশারা হয়ে ঝরে যায় খনার বচন
চাষার ঘামে ও কামে তড়পায় শস্যের পিপাসা।
নাক কান কেটে যদি কবিত্বকে খনা করে কেউ
প্রকৃতির প্রতিশোধ বজ্র হয়ে নামে শালিধানে;
অভাবের বাঘ আসে, ফেউ হাসে, বিড়ালীর মেউ
রাজার ভাঁড়ারে বসে প্রজাদের দুর্ভাগ্য বাখানে।
যে দেশেকবির ঠোঁটে ছুঁচ দ্যায় রাজার সেপাই
সে মাটিতে মেঘবৃষ্টি প্রকৃতির ষড়ঋতু নাই।
২৯.৪.৯৭
এখানে আপনার মন্তব্য রেখে যান