ছায়াহীন গতিহীন / ফজলুল হক তুহিন

গতিশীল যন্ত্রযান গতিহীন রাজপথ, গাছের ছায়ার
অশরীরী সত্তার উপর দিয়ে শব্দ তুলে আমাকে বহন
করে নিয়ে যায়, নিয়ে আসে। আমার গন্তব্য, আমার প্রাঙ্গণ
প্রাত্যহিক কর্মব্যস্ততায় ভরে ওঠে। গতি পায় স্থিরতার

শিরা উপশিরা। যদিও আমরা সবাই আহ্নিক গতিতে
বেগবান। সূর্যের রশ্মিতে পৃথিবীর গায়ে গাছের ছায়ার
দুলুনি- আমার যানে পৃষ্ঠ হয় গ্রাহ্যহীন আনন্দ ভঙ্গিতে।
অতঃপর রোদ নিভে যায়, ডেকে নিয়ে আসে রাত্রি- অন্ধকার।

অন্য সব আলো জ্বলে ওঠে ক্রমান্বয়ে। আবার সেই ছায়ারা
প্রাণ পায়। আমার নিজের অবিচ্ছেদ্য ছায়া আমার গতির
সঙ্গি। রূপকথার মৃত্তিকা থেকে জেগে ওঠে ছায়ার প্রেতাত্মা-
আমার সংশয়, অবিশ্বাস এবং মৃত্যুর নখেরা গভীর
গর্ত খোড়ে আমার ভেতর। আমি ভয়ে ভয়ে ফু দিই আলোয়।
গতিকে গুটিয়ে ফেলি। ছায়াহীন গতিহীন অন্য পৃথিবীর
স্বস্তির নিশ্চিন্ত অধিবাধী হই।

২৬.০৭.২০০০