বৃষ্টি সারারাত / সাইফ আলি

তুমিও ভুলে যাবে আমিও যাবো ভুলে
সেদিন নেচেছিলো বৃষ্টি সারারাত;
রাতের ঘনকালো আঁধার ভেজা চুলে
কি ফুল গুজেছিলো আমার খালি হাত!

কি মায়া উদ্যানে ছড়ানো ফোটা ফোটা
বৃষ্টি ফুলগুলো ঝরলো ঝুপঝাপ,
পাতার ফাক গলে পাখি সে অংকটা
মিলাতে বসেছিলো একাকি চুপচাপ।

হয়তো বোকা পাখি মেলাতে পারেনি সে
জটিল অংকটা অথৈ ছলছল,
তবুও বলেছিলে- সত্যি, হারেনি সে!
তোমার কাছে তার মিলেছে ফলাফল।

তুমিও ভুলে যাবে আমিও যাবো ভুলে
সেদিন নেচেছিলো বৃষ্টি সারারাত,
একটা বোকাপাখি অথৈ মেঘফুলে
কি যেনো খুঁজেছিলো, মেলেনি; খালিহাত।

এখানে আপনার মন্তব্য রেখে যান