রাতের ঘটনা / সায়ীদ আবুবকর

ভ্রমর গান গায় রাতের ফুলবনে
অথৈ নির্জনে আকাশে জাগে চাঁদ
একটি বোবা পাখি দুঠোঁটে এক মনে
জোছনা খুটে খায় কেমন উন্মাদ

কেমন উন্মাদ একটি বোবা পাখি
জোছনা খুটে খায়, দ্যাখে তা ফুলগাছ
ফুলে-বাতাসে করে সুবাস মাখামাখি
তাধিন ধিন তা তা জগত জোড়ে নাচ

২৩.১.২০১৫ মিলনমোড়, সিরাজগঞ্জ