সত্য!
হাঁ
সত্য,
সূর্যোদয় প্রসবের মতো
মানুষ জন্মের মতো
মানুষ মৃত্যুর মতো
এবং
ডুবে যাওয়া সূর্যের আত্মার মতো
সত্য
আজ আমি চিনে নিতে চাই।
সত্যের গভীরে আমি মুহূর্তের জন্যে হলেও
প্রবেশ করতে চাই।
২.
সত্যের বিদ্যুতে আমার ভেতর
ঝলসিত
উদ্ভাসিত
আলোকিত
হোক আজ।
৩.
আজ
পৃথিবীর জন্মদিন
আজ
পৃথিবীর মৃত্যুদিন
আজ
পৃথিবীর সত্যদিন।
৪.
আমার আত্মার অন্ধকার
আমার গ্রহের অন্ধকার
পাতার মতন পুড়ে যাক
কাচের মতন ভেঙে যাক
ধুলোর মতন উড়ে যাক
আজকে আসুক ধেয়ে
আলোর বৈশাখ
সত্যের বৈশাখ
হে
আমার অনন্ত
হে
আমার গন্তব্য!
১৬.০১.২০০০
এখানে আপনার মন্তব্য রেখে যান