কিংবা একটি মৃত্যু, তবে সে বড় ভয়ংকর
তার নিষাদ নয়তো অতৃপ্ত কাঞ্চন প্রিয়তমা!
আমি বড় পিতামহে বিশ্বাসী, এই তো উত্তর;
যষ্টি অন্ধকারে কেউ কাঁদে, তাকে করো ক্ষমা।
জানি ললিত শরীর, তবু নিটোল গ্রীবায় উন্মুখ
যত সপ্তপদীর ভীড়, -নীড় লোভী সঞ্চয়
তার দূরত্বে শুধু সাড়া, প্রাত্যহিকে বুক
ঝরে না রং ছুটে, বয়সে হায়রে জরা ভয়!!
মন্তব্য করুন