প্রকৃতির ছায়া আমি হে রাজন, আমিই সৃজন
মানুষের শুক্র ধরি। বুঝি উষ্ণ বীর্যের বেদনা,
ধানে ও কাউনে বাঁচি, রক্ষা করি চাষীর গোধন,
বরাহের পুত্রবধূ মিহিরের ঠোঁটকাটা খনা।
মাঘের শেষের মেঘে আকাশের কটোরা গড়ায়
তবু কেন বৃষ্টি নেই, নদী শুষ্ক, বলো কার পাপ?
খনার গণনা বলে দেশ জ্বলবে দারুণ খরায়,
ইঁদুরেরা তাজা হবে। রাজ্যে হবে চরের প্রতাপ।
ইঁদুর নিধনযজ্ঞে অঘ্রাণের আগে মহারাজ
প্রতিটি শস্যের গর্তে ছ্যাঁকা দিতে পাঠাও মুনীষ,
তবেই পৌষের রাতে প্যাঁচাদের মসৃণ আওয়াজ
শোনা যাবে শালিখেতে শাখে শাখে দোয়েলের শিস।
টিভির উত্তরে গিয়ে কদলীর কান্ড রুয়ো রাজা
দক্ষিণে মূলার খেত, খোলা থাক ভাগ্যের দরোজা।
১.৫.৯৭
মন্তব্য করুন