অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও
অবারিত অক্ষরে সাজাও আপন অবয়ব
ভালোবাসি বলতেই ছুড়ে দাও বিমর্ষ মেঘ
ছুড়ে দাও মোহহীন একমুঠো জলজ আবেগ-
নদীর আচল তুমি কাশফুল পাড় জেগে জেগে
কি স্বপ্ন বুনেছিলে- কি ছিলো তোমার অভিরুচি-
আমিতো বুঝিনি কিছু বোঝার জন্য বার বার
স্রোতের সুতোয় বেঁধে ভাসিয়েছি শরীর আমার।
অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও
অথবা নদীর মতো কাশফুলে বুনন শেখাও!