মানুষ চলে যায়-কোথায় যায় সব-কোন্ সে চরাচরে!
নদীর কালো জল হারিয়ে যায় কোথা সাগর গহ্বরে!
যে-কথা মৌমাছি নীরবে যায় বলে ফুলের কানে কানে
সুবাসমাখা সেই কথারা যায় উড়ে কোথায়- কে বা জানে!
দুচোখ কী যে দ্যাখে, আর কী শোনে কান-বুঝিনে আগামাথা
কখনো গাছ দেখি-সবুজ ডালপালা, কখনো ঝরাপাতা।
যেখানে বন ছিলো, পাখির কলরব, সেখানে আজ শুধু
বিরাণ মরুভুমি, বালির মহাকাল- ধূসর আর ধু-ধু।
মানুষ চলে যায়-কোথায় যায় সব-কোন্ সে চরাচরে!
কোথায় গেছে সব, এখানে ছিলো যারা সরব সাজঘরে?
নতুন গাছ ওঠে পুরনো ভুঁই ফুঁড়ে, নতুন ফোটে ফুল
চোখের পলকে তা ধুলায় পড়ে ঝরে অশ্রুসঙ্কুল।
১৫.৬.২০১৫ সিরাজগঞ্জ