নারীর দেহের চেয়ে নম্য কিছু নেই পৃথিবীতে
সব শাস্ত্র ঘেঁটে শেষে হে জ্যোতিষী নারীতে আরাম;
রোহিণী তারার ওম একমাত্র নারী পারে দিতে
মাতাবধূকন্যা কহ, নারী এক রহস্যের নাম।
মেদিনীর সাথে শুধু স্ত্রীদেহের তুলনা সরস
গবংসহা তনুদেহা মানুষের তপস্যার ফল;
কৃষির আরম্ভে নারী, পশুরাও নারীতে বিবশ
নারী শক্তি, নারী স্বাস্থ্য, জ্ঞানীদের পিপাসার জল।
এহেন ধনের বাড়া রাজসভা কি দেবে পন্ডিত?
জ্যোতিষের ছকে ফেলে গুণে দ্যাখো কোন্ ধন সেরা,
স্ত্রীধনের অমঙ্গল ডেকে আনে খনার অহিত,
চারুবাকী রসনার চারিভিতে কাঞ্চনের বেড়া?
তার চেয়ে মাঠে যাও, পড়ে গেছে বোশেখের বাও
আদা শিকড় ঝেড়ে বাঁশ বনে হলুদ লাগাও।
২.৫.৯৭
মন্তব্য করুন