তুমি তো একটি শব্দ, তবু এত মেদুর সলাজে
তোমার মনের ওড়না, লজ্জায়িত ছন্দে কী যে দোলে
সুরেলা সন্ধ্যা এলে হাঁসপাখী দু পায়ে আকাশ
চিরে চিরে বাসা বাধে তোমার দু’চোখে!
উজ্জল চিলকায় কাঁপে, সূর্যের অনুর ত্রিপল,
কাঁপা হাতে তুলে নেয় পূরবায়ু নিমজ্জিত ঘাস,
বনেলা বিথারে তুমি অপ্রতিভ কী করে যে হাসো
সুরেলা সকল শব্দ, রংছুট তোমার হাসিতে!
কী কোরে অধর কাঁপে, উৎরোল আবেশে মুখর
তোমার গ্রবিায় জ্বলে হীরাঝিল মুক্তোর দানা
সোনালী সুরের দোলা, অভাবিত ছন্দে দোদুল;
কী কোরে পাখীটা কাঁদে, তুমি আহা তাও কি জানোনা?
গানের শব্দে দেখি অরচিত সুরের দু’পাড়
সুরেলা তোমার বুকে ভরা নদী ঢেউয়ে উৎসার!