কেবল চাঁদের মিথ্যে মায়ায় চকোর হয়েছি এমনটা নয়
কেবল ফুলের কোমল শরীর হাতড়ে ফিরেছি এমনটা নয়
একটা রাতের নিকষ আঁধার জমিয়ে বুকের মধ্যখানে
চাঁদকে বলেছি এ নীড় তোমার আপন ভেবেই জোছনা ছড়াও
ফুলকে বলেছি এ শূন্যতায় পূর্ণতা দেবে তোমার সুবাস।
শুকনো পাতার মর্মরতায় বনের যে পথ মুখোর হলো
সে পথ ধরে কেবল শুধুই খুঁজিনি ঝরার স্বার্থকতা
মাটির সঙ্গে সন্ধি করেছি আবার নতুন বীজ বপনের
বনের নিখুঁত স্বচ্ছলতায় খুঁজেছি নিবীড় কাব্যকথা।
কেবল নদীর স্রোতের মায়ায় ফসলডুবির মর্ম ভুলিনি
দু’ধার জুড়ে সবুজ ঘাসের চাদর মাড়িয়ে বুঝতে চেয়েছি,
এক জীবনের অহংকারের পাড় ভেঙে সে কি সুখ পেলো
নতুন পলির নরম কাদায় স্বপ্নগুলোকে খুঁজতে চেয়েছি।
কেবল জীবনে জীবন আনে না মর্ম কোনো
সমান মৃত্যু মেনে নিতে হয়, এটাই ধর্ম এখানে এখনো।
এখানে আপনার মন্তব্য রেখে যান